ময়মনসিংহের মুক্তাগাছায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বারি সরিষা-১৪ এর উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলার চেচুয়া বাজারে সরেজমিন গবেষণা বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।
এছাড়াও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক
সোহেলা আক্তারসহ অন্যরা।
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, বর্তমান সরকার কৃষি খাতকে নজিরবিহীন পরিবর্তন করেছেন। এখন কৃষকরা কৃষি কাজে দ্বিগুণ তিনগুণ লাভ করছে। সহজ লভ্য হয়েছে কৃষি উপকরণ।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: