নাটোরে সূর্যের দেখা মিলছে না দিনের বেলায়। এরমধ্যে গুড়িগুড়ি বৃষ্টির সাথে ঘনকুয়াশা বেড়েছে। সাথে কয়েক দিনের টানা শৈত্যপ্রবাহ ও হিমেল বাতাসে জনজীবন বিপর্যস্ত হয়ে পেড়েছে। কনকনে ঠান্ডায় জুবুথুবু হয়ে পড়েছে বয়োবৃদ্ধরা। সবচেয়ে বেশি বিপাকে রিক্সাচালকসহ খেটে খাওয়া দরিদ্র-হতদরিদ্র মানুষ।
সন্ধ্যা না নামতেই কুয়াশায় ঢেঁকে যাচ্ছে চারিদিকে। গরম কাপড়েও নিবারন হচ্ছেনা শীত। রাতে নামতে থাকে তাপমাত্রা
সেই সাথে শীতের তীব্রতা।সকাল থেকে ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে গাড়িগুলোকে। চালকরা বলছেন ঘন কুয়াশায় গাড়ি চালাতে তাদের বেশ সমস্যা হচ্ছে। বেশ ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে।
পায়ে হাঁটা মানুষদেরও চলাফেরায় হচ্ছে সমস্যা। দৃষ্টির আড়ালে থাকছে সামান্য দূরত্বেও।
দেশটিভি/মনজুর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: