গাজীপুরের শ্রীপুরে কাওরাইদ বাজারে আওয়ামী লীগ কার্যালয়ে ডেকে ছাত্রলীগ নেতাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার সন্ধ্যায় তাকে কাওরাইদ বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম বিপ্লব (৪৫)।
মামলার তদন্ত কর্মকর্তা শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) গোলাম সারোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যায় কাওরাইদ বাজার এলাকা থেকে বিপ্লবকে গ্রেফতার করে র্যাব। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। / বাপ্র
দেশটিভি/মনজুর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: