বগুড়ার শেরপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন ।
রোববার (০৭ মার্চ) সকাল ৭টায় বগুড়া-ঢাকা মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের রাজাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালকের নাম পরিচয় জানা যায়নি। আহতরা দুই ট্রাকের দুইজন হেলপার।
জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা সার বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট- ১৮ ০৫৬৭) ও বিপরীতগামী পাথরবোঝাই ট্রাক (চট্টগ্রাম মেট্টো ট ১১- ৫১ ৮৭) রাজাপুর এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয় । এতে পাথর বোঝাই ট্রাকের চালক ঘটনাস্থলেই নিহত হন এবং পাথরবোঝাই ও সার বোঝাই ট্রাকের দুইজন হেলপার গুরুতর আহত হন। মহাসড়কে ঘনকুয়াশা এবং পাথর বোঝাই ট্রাকটি চালকের পরিবর্তে হেলপারকে দিয়ে চালানোর কারণে এ দুর্ঘটনাটি ঘটে বলে ফায়ার সার্ভিসের সদস্যরা জানিয়েছেন। / বার্তা