ঘন কুয়াশার কারণে টানা সাড়ে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর রবিবার সকাল ১০ টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় ৫ শতাধিক বিভিন্ন ধরনের যানবাহন আটকে রয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) সালাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ঘন কুয়াশার কারণে শনিবার রাত দেড়টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের সব ফেরি চলাচল।
সালাম হোসেন জানান, শনিবার সন্ধ্যার পর থেকে নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। পরে রাত দেড় টার দিকে কুয়াশায় এতাটাই প্রকোপ ছিল যে নিকটবর্তী কোনও বস্তুটিও দেখা সম্ভব ছিল না।
পরে নৌরুটে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয় বলে জানান তিনি। / ই