নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের আসকা বাজার সংলগ্ন সূর্যমুখী খালে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার বাহার উদ্দিন (৪৩) নিহত হয়েছেন বলে দাবি করেছে র্যাব। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।
নিহত বাহার উদ্দিন উপজেলার বুড়িরচর ইউনিয়নের কালিরচর গ্রামের শাহ আলমের ছেলে। ঘটনাস্থল থেকে ছয়টি অস্ত্রসহ জব্দ ও চার ডাকাত সদস্যকে আটক করা হয়।
র্যাব ১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দন চৌধুরী জানান, এ ব্যাপারে র্যাব বাদী হয়ে হাতিয়া থানায় একটি মামলা দায়ের করেছে। / ই