শুক্রবার (১০ জুলাই) বিকেল থেকে তিস্তার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় লালমনিরহাটে আবারো বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। এতে নিম্নাঞ্চলের বিস্তীর্ণ জনপদ প্লাবিত হয়েছে । পানিবন্দি হয়ে পড়েছে অর্ধশত চরের প্রায় ৬০ হাজার মানুষ।
পানি উন্নয়ন বোর্ড কন্ট্রোল রুম সূত্র জানিয়েছে, ক্রমাগত বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে তিস্তাসহ সবগুলো নদীর পানি বেড়ে বিস্তীর্ণ জনপদ প্লাবিত হয়েছে।
শুক্রবার বিকেল থেকে তিস্তার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে থাকে। শনিবার সকাল থেকে তিস্তার পানি বিপদসীমার ২৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে । পানির চাপ সামলাতে হিমশিম খাচ্ছে তিস্তা ব্যারেজ কর্তৃপক্ষ। খুলে দেয়া হয়েছে ব্যারেজের সবগুলো গেট। উজানের অব্যাহত ঢলে আতংকে তিস্তাপাড়ের মানুষ।
এদিকে পানি বৃদ্ধি পাওয়ায় ৫ উপজেলার ৫০টি চরের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এসব এলাকার ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলী জমি এখন কয়েক ফুট পানির নীচে তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ৬০ হাজার মানুষ।
দেশের সর্ব বৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানিয়েছেন, শুক্রবার বিকেল থেকে তিস্তার পানি বাড়তে শুরু করে। শনিবার সকাল ৬ টায় তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার ২৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির চাপ সামাল দিতে ব্যারেজের সবগুলো গেট খোলা রাখা হয়েছে।