রাজধানীর খিলক্ষেতে মঙ্গলবার দুপুরে মোটরসাইকেল চাপায় এক যুবক মারা গেছেন। নিহত যুবকের নাম ফোরকান সরকার (৩৮)। তিনি ওই এলাকার হারেছ সরকার ছেলে। ঘাতক মোটরসাইকেল ও এর চালককে আটক করা হয়েছে।
খিলক্ষেত থানার এসআই শুভাশীষ সরকার জানান, খিলক্ষেতে রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল ফোরকান ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা তার মৃত্যু হয়।