চট্টগ্রামের নাসিরাবাদে সিলিন্ডারে অক্সিজেন ভরার সময় মঙ্গলবার বিস্ফোরণে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন: ফেনীর মো. ছাবেদ ও বরিশালের পবিত্র কুমার দাশ।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকালে পাঁচলাইশ থানার নাসিরাবাদ শিল্প এলাকার সিরাজ আনু অক্সিজেন লিমিটেড নামের প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। এ সময় তিনজন অগ্নিদগ্ধ হন। হাসপাতালে নেওয়ার পর ছাবেদকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আর চিকিৎসাধীন অবস্থায় মারা যান পবিত্র কুমার।
বিস্ফোরণে আহত আরও একজন শ্রমিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।