ময়মনসিংহের ত্রিশালে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আবু রায়হান (৩৫) ত্রিশালের সাউদকান্দা গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার ভোররাতে উপজেলার সাউদকান্দা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, আবু রায়হান পুলিশের তালিকাভুক্ত জেএমবি সদস্য। তাকে আজ আদালতে তোলা হবে। জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে।
দেশটিভি/আদনান
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: