গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার আলোচিত রানা মোল্লা হত্যা মামলার প্রধান আসামি ইউপি সদস্য ইউসুব মণ্ডল গণপিটুতে নিহত হয়েছেন। ইউসুব মন্ডল ইদিলপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য ও চক ভগবানপুর গ্রামের মকবুল মণ্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, চক ভগবানপুর গ্রামের হেলাল মোল্লার ছেলে রানা মোল্লাকে (২৭) এক বছর আগে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে হত্যা করেন ইউসুব মণ্ডল ও তার লোকজন।
এ হত্যার ঘটনায় রানা মোল্লার ছোট ভাই মিঠু মোল্লা বাদী হয়ে ইউসুব মণ্ডলকে প্রধান আসামি করে ৩১ জনের বিরুদ্ধে সাদুল্যাপুর থানায় একটি হত্যা মামলা করেন।
সম্প্রতি ইউসুব মণ্ডল জামিনে বের হয়ে বাদী ও পরিবারের লোকজনকে হত্যার হুমকি দেন। এ নিয়ে কয়েকদিন ধরে তাদের মধ্যে উত্তেজনা চলছিল।
মামলার বাদী মিঠু মোল্লা জানান, শুক্রবার রাত ৯টার দিকে ইউসুব মণ্ডল তার বাড়িতে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজসহ পুনরায় তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেন। এ সময় বাড়ির লোকজনসহ এলাকাবাসী একত্রিত হয়ে ইউসুব মণ্ডলকে গণধোলাই দিয়ে আটক করে।
খবর পেয়ে সাদুল্যাপুর ও গাইবান্ধা থেকে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে শুক্রবার গভীরাতে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর তিনি মারা যান।
জেলা পুলিশ সুপার মোফাজ্জেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।