কক্সবাজারের টেকনাফে রোববার ইয়াবাসহ গুলিবিদ্ধ মিয়ানমারের এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় আহত হয়েছেন দুই বিজিবি সদস্য।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, ইয়াবা পাচারের খরব পেয়ে সকালে বিজিবি সদস্যদের একটি দল বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের টেকনাফের নাফ নদীর আড়াই নম্বর স্লুইচ গেট এলাকায় অভিযান চালায়। এ সময় ইয়াবা পাচারকারীরা বিজিবি সদস্যদের অবস্থান টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। বিজিবিও পাল্টা গুলি চালায়।
এক পর্যায়ে পাচারকারীরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ অবস্থায় মিয়ানমারের ওই নাগরিককে আটক করে বিজিবি। পরে তার কাছ থেকে ৯৬ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: