দেশের নদ-নদীগুলোর পানি কমতে শুরু করলেও কুড়িগ্রাম, জামালপুর, টাঙ্গাইল, মাদারীপুর ও কিশোরগঞ্জের নিম্নাঞ্চলগুলো এখনও পানিতে তলিয়ে আছে।
দেশের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হলেও জামালপুরে এখনও পানিবন্দি হয়ে আছে নদীর তীরবর্তী কয়েকটি ইউনিয়ন। দেশের অধিকাংশ বন্যাকবলিত এলাকাগুলোতে পানি নেমে গেলেও বেড়েছে পানিবাহিত নানা রোগের প্রকোপ।
দেখা দিয়েছে খাবার ও সুপেয় পানির সংকট। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন বেসরকারি সংগঠনের পক্ষ থেকে অব্যাহত রয়েছে ত্রাণ বিতরণ বলে জানা গেছে।
তবে, তা অপ্রতুল বলে অভিযোগ দুর্গতদের। বন্যায় রোপা আমনসহ ফসলের ক্ষতি হওয়ায় বিপাকে রয়েছেন কৃষকেরা।
এদিকে, তীব্র স্রোত আর ঢেউয়ের কারণে বন্ধ রয়েছে রো রো ফেরি ঘাট।
ব্রহ্মপুত্রের তীব্র ভাঙনে বিলীন হতে বসেছে কিশোরগঞ্জের হোসেনপুরের সাহেবচর গ্রামসহ বিস্তীর্ণ জনপদ।