সিলেটে দলীয় কোন্দেলে শুক্রবার রাতে ছাত্রদল নেতা জিল্লুল হক জিলুকে হত্যা করেছে নিজ দলের কর্মীরা।
সন্ধ্যায় নগরীর মদিনা মার্কেট এলাকায় পূর্ব শক্রতা ও গ্রুপ ত্যাগ করার কারণে তাকে কুপিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনার পর রাত সাড়ে ৮ টার দিকে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা নগরীর সুবিদাবাজারের আশা রেস্টুরেন্টসহ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে।
জিলু মহানগর ছাত্রদল নেতা ও ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক সভাপতি ছিলেন।
হত্যাকাণ্ডের খবর পেয়ে সন্ধ্যায় হাসপাতালে ছুটে যান পরিবার পরিজনসহ দলীয় নেতা-কর্মীরা।
এ ঘটনার পর নগরীর পাঠানটুলা এলাকা থেকে ছাত্রদলের ছায়েম আহমদ ও ফরিদ হোসেনকে আটক করেছে জালালাবাদ থানা পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে তিনটি রামদা ও একটি রড।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মদিনা মার্কেটে জিলুকে একা পেয়ে হামলা করে কয়েক দুর্বৃত্ত। তারা ধারালো অস্ত্র দিয়ে জিলুকে কুপিয়ে ফেলে যায়। আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়।
ছাত্রদলের কেন্দ্রিয় সহ সভাপতি আব্দুল আহাদ খান জামাল জানান, গ্রুপ ত্যাগ করায় জিলুকে নির্মমভাবে খুন করা হয়েছে।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি গৌছুল হোসেন অভ্যন্তরীণ বিরোধে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন।
তিনি বলেন, এ ঘটনায় ছাত্রদলের দুজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।