নেত্রকোনায় চাঞ্চল্যকর সাইদুর রহমান হত্যা মামলায় বাবা ও ছেলেসহ ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে জেলা আদালত। বুধবার নেত্রকোনার অতিরিক্ত দায়রা জজ মো.আব্দুল হামিদ এ রায় দেন।
মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন : আব্দুর রহিম ওরফে কাচা আবু (৫০) ও দুই ছেলে মুখলেছ (৩০) এবং জুলহাস (৩২)।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কমলেশ কুমার চৌধুরী বলেন, মির্জাপুর গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে সাইদুর রহমানের সঙ্গে একই গ্রামের আব্দুর রহিম ও তার লোকজনদের সঙ্গে মামলা মোকদ্দমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল।
এরই জের ধরে গত ২০০৫ সালের ২৮ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে সাইদুর রহমান তার অসুস্থ মায়ের চিকিৎসার জন্য চিকিৎসক আনতে পাশ্ববর্তী ভরতুসী গ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেয়। এ সময় সাইদুর রহমান বাড়ির পশ্চিম দিক দিয়ে বের হয়ে নদীর পাড়ে পৌঁছলে আব্দুর রহিম ও তার লোকজন তাকে কুপিয়ে হত্যা করে।
পরদিন ১ মার্চ নিহত সাইদুরের বাবা মো. ফয়েজ উদ্দিন বাদী হয়ে আব্দুর রহিম ওরফে কাঁচা আবু ও তার দুই ছেলে মুখলেছ ও জুলহাসকে আসামী করে আটপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত শেষে ২০০৫ সালের ৩১ মে আসামীদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।