ময়মনসিংহের ত্রিশালে জেএমবি’র তিন জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তারকৃত ট্রাকচালকের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বুধবার ট্রাকচালক রফিককে ময়মনসিংহের ৪নং আমলী আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চাইলে বিচারক ফারজানা ইয়াসমিন ৫ দিনের মঞ্জুর করেন।
ময়মনসিংহের ত্রিশালে প্রিজন ভ্যানে বোমা ও গুলি ছুঁড়ে পুলিশ হত্যা করে জেএমবির মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত তিন জেএমবি সদস্যকে ছিনিয়ে নেয়ার ঘটনায় প্রতিবন্ধকতা সৃষ্টিকারী ট্রাকচালককে আটক র্যা ব। পরে তাকে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে কারাগারে প্রেরণ করা হয়।
গত ২৩ ফেব্রুয়ারির ময়মনসিংহের ত্রিশালের এ ঘটনায় ভালুকা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: