জেলার খবর

চলছে ফরমালিন বিরোধী অভিযান

অভিযান
অভিযান

সারাদেশে চলছে এখন ফরমালিন বিরোধী অভিযান। এ কারণে ফলের অন্যতম উৎপাদনকারী জেলা দিনাজপুরে বাজারগুলো ক্রেতাশুন্য হয়ে পড়েছে। স্থানীয় বাজারগুলো থেকে ফল দেশের বিভিন্ন স্থানে নিয়ে যেতে অনাগ্রাহী হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। এতে ফলের বাজারে নেমেছে ধস।

গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে ফরমালিন বিরোধী অভিযানের কারণে এর প্রভাব পড়ছে দিনাজপুরে ফলের বাজারে। পাইকারী ক্রেতারা না কেনায় ফজলি, আম্রপালিসহ সব আমেরই দাম প্রায় অর্ধেকে নেমে এসেছে।

একইসঙ্গে বাজারে ঘাটতি থাকলেও কমে গেছে লিচুর দাম। এতে করে লোকসানে পড়েছেন কৃষক, বাগান ব্যবসায়ী ও ফল ব্যবসায়ীরা।

ফলে কোনো ফরমালিন মেশানো হয় না দাবি করে কৃষক ও স্থানীয় ব্যবসায়ীরা বলেন, আতঙ্কের কারণে ক্রেতারা ফল না কেনায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা।

ফরমালিন বিরোধী অভিযানে সরকারিভাবে তদারকি করা দরকার বলে জানান ব্যবসায়ীরা। না হলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি আগামীতে বাগান ক্রয়ে আগ্রহ হারিয়ে ফেলবেন তারা।

এদিকে, জেলা প্রশাসক জানিয়েছেন, নির্দিষ্ট কিছু গ্রুপ ফলে ফরমালিন মেশায়। অভিযানের কারণে আগের চেয়ে ফলে ফরমালিন মেশানোর প্রবণতা কমেছে বলেও জানান তিনি।

সুষ্ঠু মনিটরিংয়ের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়, যাতে করে সাধারণ কৃষক ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ