সাত খুনের আসামিদের গ্রেপ্তার করা না হলে আগামী রোববার নারায়ণগঞ্জের কালিরবাজারস্থ র্যাব-১১ কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন জেলা আইনজীবী সমিতির নেতারা।
মঙ্গলবার নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ সাত খুনের প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে জেলা আইনজীবী সমিতির কর্মসূচির শুরু থেকেই তারা কালোব্যাজ ধারণ করেন।
দুপুর একটার দিকে আইনজীবীরা মিছিল বের করে জেলা প্রাশাসকের কার্যালয় ও পুলিশ সুপারের কার্যালয়ের প্রদক্ষিন করে আবার আদালত প্রাঙ্গণে ফিরে আসেন।
পরে তারা বার লাইব্রেরি মিলনায়তনের সামনে সমাবেশ করে।
এ সময় আইনজীবী নেতারা বলেন, সাত খুনের আসামিদের গ্রেপ্তার করা না হলে আগামী রোববার নারায়ণগঞ্জের কালিরবাজারস্থ র্যাব-১১ কার্যালয় ঘেরাও করা হবে।
সমাবেশে জেলা আইনজীবী সমিতির সভাপতি শাখাওয়াৎ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জাকির হোসেন, মাহবুবুর রহমান মাসুম।