প্রাকৃতিক দুর্যোগের কারণে যশোরে এ বছর লিচু চাষে বিপর্যয় ঘটেছে। প্রতি মৌসুমে চাষীরা যেখানে লাখ লাখ টাকার লিচু বিক্রি করেন সেখানে এ বছর লিচু চাষ করে হতাশ হয়েছেন তারা। খরা, প্রচণ্ড তাপদাহ আর পোকার আক্রমণে গাছে তেমন লিচু ধরেনি। যেটুকু ধরেছিল সেগুলোও এখন ঝরে পড়ছে বলে জানান চাষীরা ।
যশোর সদর উপজেলার মধুপুর ও বোলপুর অঞ্চল লিচু চাষের জন্য বিখ্যাত। এখানে দীর্ঘদিন ধরে চাষ হওয়া লিচু রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পৌছে যায়। প্রতি মৌসুমে এখানে লিচু নিয়ে চাষীদের মধ্যে তৈরি হয় উৎসবের আমেজ।
তবে এ বছর প্রাকৃতিক দুর্যোগের কারণে লিচু চাষে ধস নেমেছে। মাঠের পর মাঠ অসংখ্য গাছ থাকলেও সেগুলোতে তেমন লিচুর দেখা নেই।
এ অবস্থায় পানি সেচ ও সার প্রয়োগের পরামর্শ দিলেন স্থানীয় কৃষি কর্মকর্তা।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: