শ্রমিক নেতা আব্দুল গাফফার হত্যার প্রতিবাদে মঙ্গলবার ঝিনাইদহে শ্রমিক ঐক্য পরিষদের ডাকা পরিবহন ধর্মঘট চলছে।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন সকালে শহরে
এইচএসএস সড়ক, পাঁয়রা চত্বর, আরাপপুরে খণ্ড খণ্ড মৌন মিছিল করেছে কয়েকটি শ্রমিক সংগঠন।
এ সময় সড়ক-মহাসড়কের কিছু এলাকায় পিকেটিং করে বিক্ষুব্ধ শ্রমিকরা। এদিকে, কোনো ধরনের যানবাহন না চলায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি শাহাবুদ্দিন দেশ টিভিকে জানিয়েছেন, পরিবহন ধর্মঘট চললেও কেউ যদি যানবাহন চালাতে চান তবে তার নিরাপত্তা দেয়া হবে। এছাড়া যে কোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশকে শতর্ক অবস্থায় রাখা হয়েছে।
প্রসঙ্গত: গতকাল সোমবার ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল গাফফারকে দুবৃর্ত্তরা কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। তার প্রতিবাদে হরতাল ডাকে ঝিনাইদহ জেলা শ্রমিক ঐক্য পরিষদ। ওইদিনই প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে হরতাল প্রত্যাহার করলেও ২৭টি শ্রমিক সংগঠন নিয়ে গঠিত এ ঐক্য পরিষদ এ ধর্মঘটের ডাক দেয়।