কক্সবাজারের রামু উপজেলায় থোয়াইগ্যাকাটায় সোমবার ভোরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই জন নিহত হয়েছেন।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি সাইকুল ইসলাম বলেন, ভোরে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে রামুর থোয়াইগ্যাকাটার পাহাড়ি এলাকায় অবস্থায় নেয় পুলিশ। এ সময় ডাকাতরা উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে।
তিনি বলেন, ‘ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধের পর ডাকাতরা পিছু হটলে সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়। পরে রামু স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় কালাম ও খলিল মারা যান।’
মো. বশির নামে গুলিবিদ্ধ একজন এখনো চিকিৎসাধীন রয়েছেন।
এ সময় চার পুলিশ সদস্য আহত হয়েছেন বলে রামু থানার ওসি জানান। ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড গুলি উদ্ধার এবং এ ঘটনার পর অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: