জয়পুরহাটের পাঁচবিবির হাটখোলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার ভারত থেকে গরু নিয়ে আসার সময় এ ঘটনা ঘটে।
নিহত জনির এক সঙ্গী শাকিলও এ সময় আহত হন। তবে তিনি পালিয়ে বাংলাদেশে ফিরে আসতে সক্ষম হয়েছেন।
জয়পুরহাট বর্ডার গার্ড বাংলাদেশর (বিজিবি) কর্মকর্তা বলেন, ভোর ৪টার দিকে ভারত থেকে গরু নিয়ে হাটখোলা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফের গুলিতে জনি আহত হয়।
পরে বিএসএফ সদস্যরা তাকে উদ্ধার করে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জনির মৃতদেহ ফিরিয়ে আনতে বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানান বিজিবির কর্মকর্তা।
তিনি বলেন, বেলা সাড়ে ১২টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ জনির মৃতদেহ বিজিবির কাছে হস্তান্তর করবে।