ঝিনাইদহের জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোমবার ভোররাতে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রোববার রাত ১০টার দিকে দুই জন শ্রমিক গাফফারকে বাসা থেকে ডেকে নিয়ে যায় । এরপর তিনি আর বাসায় ফেরেনি।
ভোর ৪টার দিকে শহরের আরাপপুর উকিল পাড়া রাস্তার পাশ থেকে তার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: