নারায়ণগঞ্জের ফতুল্লার ভোরাইলের গেদু মিয়া বাজার এলাকায় রোববার রাতে স্বামী-স্ত্রীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক সাইফুল ইসলামের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানান, পারিবারিক কলহ ও জমিসংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
ভোলাইলের গেদু মিয়া বাজার এলাকায় চারতলার একটি ভবনের মালিক আমান উল্লা। দ্বিতীয় স্ত্রী হোসেন আরাকে নিয়ে নিচ তলায় থাকতেন তিনি। রোববার রাতে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র নিয়ে কুপিয়ে ও গলা কেটে তাদের দুজনকে হত্যা করেছে বলেও জানান তিনি।
আশপাশের লোকজন সোমবার সকালে ঘটনাটি জানতে পেরে পুলিশকে খবর দেয়। পরে, পুলিশ এসে মৃতদেহ দুটি উদ্ধার করে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: