ভারতের লোকসভা নির্বাচন উপলক্ষে দুই দিনের বন্ধ থাকবে দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম।
হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহীন হোসেন দেশ টিভি বলেন, ভারতে লোকসভা নির্বাচন উপলক্ষে ওই দেশের সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। ওই ছুটির আওতায় হওয়ায় হিলি স্থলবন্দর দিয়ে বুধবার সকাল থেকে ২দিনের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। সেইসঙ্গে বন্ধ রয়েছে লোড-আনলোড কার্যক্রমও।
আগামীকাল শুক্রবার যথারীতি এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
এদিকে, স্থলবন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন হিলি ইমিগ্রেশন চেকপোস্টের কর্মকর্তা খাজামুদ্দিন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: