রানা প্লাজা ধসের প্রথম বার্ষিকীতে সকাল থেকেই ঘটনাস্থলে ভিড় জমিয়েছেন হাজারো স্বজনহারা, উদ্ধারকর্মী ও হতাহতদের সহকর্মীরা।
বৃহস্পতিবার ভোর থেকেই বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয় ধসে পড়া রানা প্লাজার সামনে।
নিখোঁজ শ্রমিকদের সন্ধানে সকালে হতাহত শ্রমিকদের স্বজনরা বিক্ষোভ করেন। ক্ষতিপূরণের দাবিতে এ সময় রানা প্লাজার সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের চেষ্টা করেন তারা। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
নিহত শ্রমিকদের স্মরণে রানা প্লাজার সামনে অস্থায়ী বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রমিক সংগঠন ও হতাহত শ্রমিকদের স্বজনরা।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: