যশোরের অভয়নগরে মঙ্গলবার গভীর রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খবির উদ্দিন আমাদের সংবাদদাতাকে জানান, গোপন সুত্রে খবর পেয়ে গতকাল সন্ধ্যায় পুলিশ শংকরপাশা গ্রাম থেকে সাইফুল ইসলাম শিকারিকে আটক করে।
পরে সাইফুলকে নিয়ে রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। রাত ২টার দিকে নওয়াপাড়া শ্মশানঘাট এলাকায় পৌঁছালে সাইফুলের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় সাইফুল পালানোর চেষ্টা করলে পুলিশও গুলি ছোড়ে। দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের একপর্যায়ে অপরাধীরা পিঁছু হটলেও সাইফুলকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ।
সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে ২ পুলিশ কর্মকর্তাসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও জানান তিনি।
তার বিরুদ্ধে ৩টি হত্যা মামলাসহ একাধিক ডাকাতির মোট ৮টি মামলা রয়েছে।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপ গান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে। পরে তাকে অভয়নগর উপজেলা হাসপাতালে নেয়া হলে পুলিশ সাইফুলকে মৃত ঘোষণা করে।