বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থী সাদ হত্যাকাণ্ড জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও আজীবন বহিস্কারের দাবিতে আবারো আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার দোষীদের গ্রেপ্তারের দাবিতে বেধে দেয়া আল্টিমেটাম পূরণ না হওয়ায় আন্দোলন শুরু করে সাধারণ শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তরের সামনে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল এবং প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ সমাবেশ করে।
গত ১৫ এপ্রিল বেশিরভাগ দাবি পূরণ হওয়ায় ক্লাসে ফিরে যায় শিক্ষক ও শিক্ষার্থীরা।
এর আগে ১ এপ্রিল বাকৃবির শিক্ষার্থী সাদ হত্যার পর থেকে বিচারের দাবিতে আন্দোলন করে আসছে তারা।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: