জেলার খবর

নাটোরে জামাত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ২৬

নাটোর
নাটোর

নাটোরে জামাত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে সোমবার দুই পুলিশসহ কমপক্ষে ২৬ জন আহত হয়েছেন। এ ঘটনায় জামাত-শিবিরের ৪ নেতা কর্মীকে আটক করা হয়েছে।

নাটোরের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, সকাল সাড়ে ৮ টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামাত –শিবিরের নেতা-কর্মীরা শহরের হরিশপুর বাইপাস মোড় থেকে মিছিল বের। পুলিশ বাধা দিলে মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন ও উপ-পরিদর্শক নূর আলম আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ১৪ রাউন্ড রাবার বুলেট ও ৯ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ বলে জানান তিনি।

নাটোর থানার ওসি আসলাম উদ্দিন জানান, মিছিলে ১৪টি রাবার বুলেট ও নয়টি কাঁদানে গ্যাস ছোড়া হয়েছে। ঘটনাস্থল থেকে জামাত-শিবিরের তিন নেতা-কর্মীকে আটক করা হয়েছে।

পুলিশের রাবার বুলেটে আহত হয়েছেন নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের ছাত্রশিবিরের সাবেক নেতা শামসুল ইসলাম ও জামাত-কর্মী শাহাবুদ্দিন। তাদের মধ্যে শামসুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে নাটোর মিশন হাসপাতালে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে আটটার দিকে নিজামী-সাঈদীসহ আটক জামাত নেতাদের মুক্তির দাবিতে নাটোর শহর জামাত মিছিল বের করে। চকরিয়া এলাকায় পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। এ সময় পুলিশের ছোড়া রাবার বুলেটের আঘাতে নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের ছাত্রশিবিরের সাবেক নেতা শামসুল ইসলাম ও জামাতের কর্মী শাহাবুদ্দিন গুলিবিদ্ধ হন। পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসে আহত হন আরও ১৮ জন। জামাত-কর্মীদের ছোড়া ইটের আঘাতে নাটোর থানার ওসি আসলাম উদ্দিন ও এসআই নুরুজ্জামানসহ ছয়জন পুলিশ সদস্য আহত হন।

স্থানীয় লোকজনের অভিযোগ, ঘটনার সময় পুলিশ আশপাশের বাড়ি ও স্কুলে কাঁদানে গ্যাস ছোড়ে। এতে নাটোর শেরে বাংলা উচ্চবিদ্যালয় ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। এদের মধ্যে সপ্তম শ্রেণীর ছাত্র মোহাম্মদ নূর, মাহিদ শেখ ও নবম শ্রেণীর ছাত্র আকাশ প্রাথমিক চিকিত্সা নিয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ