বগুড়ায় মহাস্থানগড়ের পত এলাকায় রোববার সাউথ এশিয়া ট্যুরিজম ইনফ্রস্ট্রাকচার ডেভলপমেন্ট প্রজেক্টের আওতায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তিস্থাপনের উদ্বোধন করেছেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।
তিনি বলেন, মহাস্থানগড় বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার অপেক্ষায় রয়েছে আর সেই স্বীকৃতি পেতেই মহাস্থানে উন্নয়ন পরিকল্পনা নেয়া হয়েছে। জাতিসংঘ থেকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি লাভ হলে জায়গাটির গুরুত্ব অনেক বেড়ে যাবে এবং দেশের ভাবমূর্তি উজ্জল হবে।
মন্ত্রী আরো বলেন, আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতি খুবই দুঃখজনক। এক সরকারের কাজ অন্য সরকারের আওতায় আসলে তা বন্ধ করে দেয়া হয়। আর এটি সকল সরকারের সময়ই হয়ে আসছে। এ সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক শিরিন আখতার বলেন, এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিবি) ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। ১১৫ কোটি টাকার এ প্রকল্পে এডিবি ৮৮ কোটি টাকা অর্থায়ন করবে। প্রকল্পের আওতায় পর্যটকদের জন্য থাকা-খাওয়ার সুযোগ সৃষ্টি, স্থানীয় জনগণকে স্বাস্থ্যসম্মত খাবার তৈরি এবং বিভিন্ন কুটির ও হস্তশিল্পের বিষয়ে প্রশিক্ষণ প্রদান এবং ট্যুরিষ্ট গাইডদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক শিরিন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ। বগুড়া জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস ও জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন।
এছাড়া, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক আবু বক্কর সিদ্দিক ও রায়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) ফিরোজ আহম্মেদ রিজু।