কক্সবাজারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্যাম্পে রোববার মাদকদ্রব্য ধ্বংসের সময় বিস্ফোরণে ১১ জন বিজেবি সদস্য অগ্নিদগ্ধ হয়েছেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খানের উপস্থিতিতে কক্সবাজার সীমান্ত এলাকায় চোরাচালান ও ইয়াবা প্রতিরোধ বিষয়ক একটি সমন্বয় সভায় এ ঘটনা ঘটে।
বিভিন্ন সময় আটক মাদকদ্রব্য ধ্বংসের এ অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও বিজিবি মহাপরিচালক আজিজ আহমেদ উপস্থিত ছিলেন।
পরে অগ্নিদগ্ধদের সদর হাসপাতালে ভর্তি করা হয়।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: