দীর্ঘদিন সংস্কার না করায় রাজবাড়ীর জৌকুড়া-ধাওয়াপাড়া সড়কের বেহাল অবস্থা। খানা-খন্দ, পিচ আর পাথর উঠে যাওয়ায় এটিকে আর পাকা সড়ক নয়, মাটির রাস্তাই পরিনত হয়েছে। তাই ঝুঁকি নিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই ঘটে দুর্ঘটনা। এছাড়া প্রায়ই মালবাহী ট্রাক আটকা পড়ে রাস্তা বন্ধ হয়েছে ও ঘটে দুর্ঘটনা।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগের একমাত্র পথ এ জৌকুড়া-ধাওয়াপাড়া সড়ক। প্রায় ১২ বছর আগে তৈরি এ সড়কের জায়গায় জায়গায় খানা-খন্দে ভরা। একটু বৃষ্টি হলেই কাদা আর ইট-সুরকি উঠে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।
রাজবাড়ীর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী ফাহমিদা হক বলেন, বালুভর্তি ট্রাকগুলো চলাচলের কারণেই সড়কের এ অবস্থা। আগামী অর্থ বছরের জন্য এর মেরামতের কাজের প্রকল্প হাতে নেয়া হয়েছে।
তিনি আরো বলেন, ‘বাঘমারা জৌকুড়ার রাস্তায় আমদের ইতিমধ্যে এইচবিপির কাজ চলছে মাটির কাজও চলছে আর আগামি অর্থ বছরে আমরা এই রাস্তাটার মেরামতের কাজ প্রকল্প হাতে নিচ্ছি।’
সড়কটি মেরামত করে দ্রুত চলাচলের উপযোগী করার দাবি এলাকাবাসীর।