না ফেরার দেশে পাড়ি দিলেন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীর। দুইদিন লাইফ সাপোর্টে থাকার পর মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে ঢাকার গেণ্ডারিয়ার আসগর আলী হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মুহাম্মদ জাহাঙ্গীর রক্ত জনিত রোগ (ক্যান্সার) মাইলো ফাইব্রোসেসে আক্রান্ত ছিলেন। তিনি নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের আপন ছোটভাই। মোহাম্মদ জাহাঙ্গীর ২৫ বইয়ের রচয়িতা। এগুলোর বেশিরভাগই সাংবাদিকতা নির্ভর। তিনি সেন্টার ফর ডেভেলপমেন্ট কমিনিউকেশনের নির্বাহী পরিচালক।
মুহাম্মদ জাহাঙ্গীর আলমের ছেলে অপূর্ব জাহাঙ্গীর জানান, ৮ জুলাই সকাল ১১টায় তার বাবাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। এরপর তিনি মঙ্গলবার মধ্যরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: