জাতীয় পার্টির (জাপা) সাংসদ ও জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী (৭৩) মারা গেছেন।
গতকাল দিবাগত রাত ১২টা ৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি।
তাজুল ইসলাম কিডনিসহ বিভিন্ন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান জানিয়েছেন, মরহুমের প্রথম জানাজা মঙ্গলবার বাদ আসর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। কাল- বুধবার কুড়িগ্রামে মরহুমের গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
সাংসদ তাজুল কুড়িগ্রাম-২ আসনের সাংসদ ছিলেন।
বিরোধীদলীয় চিফ হুইপের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ শোক প্রকাশ করেছেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: