বান্দরবানে শুরু হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা উৎসব। ধর্মীয় ও সামাজিক ওই উৎসবকে ঘিরে আনন্দ উৎসবের আমেজ বিরাজ করছে পার্বত্য জেলায়।
প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকে বান্দরবানের বিভিন্ন বিহারে চলছে ভিক্ষুদের উদ্দেশ্যে অর্থ ও অন্নদান, ফুল পূজা।
আর উপাসক-উপাসিকারা গ্রহণ করছেন অষ্টশীল ও দশশীল।
দেশ ও বিশ্বের সকল প্রাণীর মঙ্গল কামনায় করা হচ্ছে বিশেষ প্রার্থনা।
সন্ধ্যায় পুরাতন রাজবাড়ির মাঠ থেকে মহারথ টেনে নিয়ে যাওয়া হবে উজানীপাড়া বৌদ্ধ বিহারে।
আর শুক্রবার মধ্যরাতে সাংগু নদীতে রথ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা উৎসব।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: