নৌকা স্কুল। বছরের ৬ মাস পানিবন্দী থাকা শিশুদের এখন আর শিক্ষার জন্য দূর-দূরান্তে যেতে হয় না। স্কুলই এখন চলে এসেছে তাদের কাছে। নৌকায় তোলা থেকে শুরু করে ক্লাস শেষে বাড়ি পৌঁছে দেয়া পর্যন্ত সব কাজই করে এই নৌকা স্কুল।
শিক্ষার সুযোগ যাদের নেই, তাদের কাছে শিক্ষার আলো পৌঁছে দেয়ার এক বিশেষ উদ্যোগ এই নৌকা স্কুল। সপ্তাহের ৬ দিন গড়ে ৪ ঘণ্টারও বেশি সময় এখানে পড়ালেখা করে শিক্ষার্থীরা।
পাবনা ও নাটোর জেলার সুবিধা বঞ্চিত শিশু আর তরুণ-তরুণীদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে বিশেষ এই উদ্যোগ। পাশাপাশি নৌকায় প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে কৃষিভিত্তিক বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে বন্যা সহনশীল ফসল চাষে উপকৃত হচ্ছেন গৃহিণীরাও।
শিশু শিক্ষার্থীদের পাশাপাশি নৌকা পাঠাগারে সৌর বিদ্যুৎ চালিত কম্পিউটার ও ইন্টারনেট সুবিধাসহ বিভিন্ন বই সহায়ক ভূমিকা রাখছে এলাকার তরুণ-তরুণী শিক্ষার্থীদের জন্য।
এই অভিনব উদ্যোগের পেছনের মানুষটি স্থপতি আবুল হাসনাত মোহাম্মদ রেজোয়ান। মানুষের মাঝে শিক্ষার আলো ছড়াতেই এই উদ্যোগ তার। ২০০২ সালে প্রতিষ্ঠা করেন নৌকা স্কুল।