আজ-শনিবার শুভ জন্মাষ্টমী ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস মতে প্রায় সাড়ে ৫ হাজার বছর আগে এ দিনে দুষ্টের দমন ও শিষ্টের পালন করতে জন্মগ্রহণ করেন শ্রী কৃষ্ণ।
পাশবিক শক্তি যখন পৃথিবীর সত্য-সুন্দর ও পবিত্রতাকে গ্রাস করছিল ঠিক তখনি দ্বাপর যুগের সন্ধিক্ষণে রোহনী নক্ষত্রের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের জন্ম।
পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলনের মধ্য দিয়ে মানবপ্রেমের অমিত বাণী প্রচার করেছিলেন তিনি।
জন্মাষ্টমী উপলক্ষে সকাল থেকেই রাজধানীর ঢাকেশ্বরী, বরদেশ্বরী কালী মন্দির, ইসকনসহ অন্যান্য মন্দিরে আয়োজন করা হয় পূজা-যজ্ঞের। সকল আয়োজনে ভিড় করেছে সব বয়সের মানুষ।
ভক্তরা যোগ দেন বিশেষ প্রার্থনা আর উপোস করেন অনেকে। প্রার্থনা করা হয় দেশ ও জাতির কল্যাণ কামনা করে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: