রাজধানী মিরপুর ১০ নম্বরের একটি সড়ক, প্যারিস রোড। তবে নামের সঙ্গে বাস্তবের কোনো মিল তো নেইই, চলাচলের সম্পূর্ণ অনুপোযোগী হয়ে পড়া প্যারিস রোড এখন ড্রেন আর সুয়ারেজের ময়লা পানির প্রবাহ ক্ষেত্রেই পরিণত হয়েছে। একটু বৃষ্টি হলেই রাস্তার অস্তিত্ব খুঁজে পাওয়া কষ্টকর।
এর ঠিক বিপরীত অবস্থা প্যারিস রোড ঘেঁষে যাওয়া খালটির। ময়লা-আবর্জনা ফেলতে ফেলতে এটিকে একটি বড় ডাস্টবিনে পরিণত করেছে এলাকার মানুষ। সেইসঙ্গে খালের উপরে অবৈধ স্থাপনা নির্মাণ তো আছেই। তবে এলাকাবাসী খালের এ অবস্থার জন্য একে অপরকেই দোষারোপ করছে।
বুধবার রাজধানীর মিরপুর ১০ নম্বর এ এলাকার জলাবদ্ধতা পরিদর্শনে আসেন করেছেন ঢাকা সিটি উত্তরের মেয়র আনিসুল হক ও ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিন এ খান।
এই এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তারা বলেন, রাজধানীর এ খালগুলো দখলমুক্ত করা না গেলে জলাবদ্ধতা নিরসন করা সম্ভব নয়।
এ সময় উত্তরের মেয়র ও ওয়াসার এমডি বলেন, স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে যত শিগগিরই সম্ভব পর্যায়ক্রমে সকল খাল দখলমুক্ত করা হবে। একইসঙ্গে পানির অবাধ প্রবাহ নিশ্চিত করতে নগরবাসীকে ড্রেনের মধ্যে ময়লা আবর্জনা না ফেলার আহবানও জানান তারা।
জলাবদ্ধতা দূর করতে খালগুলো পরিষ্কার করার পাশাপাশি দখলমুক্ত করার সম্ভাব্য সব পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানান আনিসুল হক ও তাকসিন এ খান।