প্রত্নত্বাত্তিক স্থানগুলো উন্মোচনের পাশাপাশি এগুলো রক্ষার জন্য সামাজিক সচেতনতা ও জন অংশগ্রহণের ওপর গুরুত্ব দিয়েছেন সাংস্কৃতিক বিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর।
শনিবার সকালে জাতীয় জাদুঘর মিলনায়তনে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের আর্কিওলজি বিভাগ, জাতীয় জাদুঘর ও ভিতরগড় প্রমোশনাল সোসাইটি আয়োজিত সেমিনার ও আলোক চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পঞ্চগড়ের প্রত্নস্থল ভিতরগড় প্রাচীন দুর্গ নগরীর ওপর সচিত্র প্রবন্ধ উপস্থাপন করেন ড. শাহনাজ হুসনে জাহান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: