বীরকণ্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ১০৪তম জন্মবার্ষিকী আজ (মঙ্গলবার)। ১৯১১ সালের এ দিনে চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট গ্রামে জন্মগ্রহন করেন তিনি।
ড. খাস্তগীর বালিকা বিদ্যালয়ে স্কুল জীবন শেষে ঢাকা ইডেন কলেজ ও পরে কলকাতার বেথুন কলেজ থেকে বি.এ পাশ করেন।
চট্টগ্রামে ফিরে অপর্ণা চরণ বালিকা বিদ্যালয়ে বেশ কিছুদিন শিক্ষকতা করেছেন। ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর বিপ্লবী মাস্টার দা সূর্যসেনের নির্দেশে পাহাড়তলীর তৎকালীন ইউরোপিয়ান ক্লাবে ব্রিটিশ লাট সাহেবের ওপর সফল আক্রমণ পরিচালনা করেন প্রীতিলতা। ধরা পড়ার পর গোপন কথা ফাঁস না করতে সেখানেই পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মাহুতি দেন বীরকণ্যা প্রীতিলতা।
এ বীরকণ্যার জন্মবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে বিভিন্ন সংগঠন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: