সাংবাদিকদের সামাজিক দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন খ্যাতিমান সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী। রোববার বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে আয়োজিত ধারাবাহিক মতবিনিময়ে এসব কথা বলেন প্রবীণ এ সাংবাদিক।
গণমাধ্যমে প্রযুক্তির বিকাশ ঘটলেও দায়িত্বজ্ঞান, জবাবদিহিতা ও সার্বিকভাবে পেশাদারিত্বের ঘাটতি রয়েছে বলে মনে করেন তিনি। যা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। দেশের কল্যাণে তিনি গণমাধ্যম মালিকদেরও আরও দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ দিয়েছেন।
"অগ্রজের সঙ্গে একদিন" শিরোনামে জ্যেষ্ঠ ও কনিষ্ঠ সাংবাদিকদের সঙ্গে একুশের গানের গীতিকার, খ্যাতিমান সাংবাদিক গাফফার চৌধুরীর আড্ডার আয়োজন করে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট-পিআইবি।
ধারাবাহিক এই আড্ডায় তিনি ফিরে যান বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়ায় কাটানো শৈশব আর কৈশরের সেই স্মৃতিময় দিনগুলোতে। স্কুল পেরিয়ে কলেজ, তারপর সংগ্রামী ছাত্রজীবন। একাল-সেকালের আড্ডা জমে ওঠে প্রশ্ন-উত্তরে।
জানার কৌতুহল: কেমন ছিল, সেদিনের সংবাদপত্র, সাংবাদিকতা এমনকি সামাজিক, রাজনৈতিক প্রেক্ষাপট?
দুই প্রজন্মের পার্থক্য তুলে ধরতে গিয়ে তিনি বলেন, এক সময়ে সাংবাদিকতা পেশায় সততা, নিরপেক্ষতা থাকলেও সে দর্শন থেকে গণমাধ্যম আজ অনেকটাই সরে এসেছে।
ব্যবসায়িক স্বার্থে গণমাধ্যম মালিকদের দ্বন্দ্বে না জড়িয়ে সমাজের প্রতি আরও দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ দিয়েছেন এ প্রবীণ সাংবাদিক।