আজ ৯ ডিসেম্বর। একাত্তরের এ দিনে দেশের বেশ কয়েকটি জেলার সঙ্গে হানাদারমুক্ত হয় নেত্রকোনা জেলা। মিত্রবাহিনীর যৌথ আক্রমণে পরাজয় নিশ্চিত জেনে দিশেহারা হয়ে পালাতে থাকে হানাদার বাহিনী। দিবসটি উপলক্ষে নেত্রকোনায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আয়োজন করেছে নানা কর্মসূচি।
স্বাধীনতার ৪২ বছর পার হলেও শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণ না করায় ক্ষোভ জানিয়েছেন নেত্রকোনার মুক্তিযোদ্ধারা।
একাত্তরের ২৯ এপ্রিল নেত্রকোণায় প্রবেশ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। এরপর স্থানীয় রাজাকার-আলবদরদের সহযোগিতায় নির্বিচারে হত্যাকাণ্ড ও নির্যাতন চালাতে থাকে সাধারণ মানুষের ওপর।
৮ ডিসেম্বর তিন দিক থেকে পাকিস্তানিদের ঘিরে ফেলে মুক্তিযোদ্ধারা। পরিকল্পনা অনুযায়ী ৯ ডিসেম্বর পাকিস্তানি সেনাক্যাম্পে আক্রমণ করেন তারা। শহরের কৃষি ফার্ম এলাকায় চার ঘণ্টা সম্মুখযুদ্ধের পর পিছু হটে হানাদাররা। পালিয়ে যায় ময়মনসিংহের দিকে। এসময় শহীদ হন বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা।
মহান মুক্তিযুদ্ধে নেত্রকোনার প্রায় তিন হাজার মানুষ অংশ নিয়েছিল। ৬০ জন মুক্তিযোদ্ধাসহ অনেক মানুষের প্রাণের বিনিময়ে স্বাধীন হয় নেত্রকোনা।