প্রবল বৃষ্টির পানিতে তলিয়ে গেছে রাজধানীর মালিবাগ, মৌচাক মার্কেট ও শান্তিনগরসহ আশেপাশের এলাকার রাস্তাঘাট। বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তুমুল বৃষ্টি শুরু হয়। প্রায় ঘণ্টাব্যপী বৃষ্টিতে মালিবাগ রেলগেট থেকে শুরু করে মৌচাক মার্কেট, সিদ্ধেশ্বরী, মালিবাগ মোড়, শান্তিনগর ও মগবাজার এলাকার প্রধান সড়কে জায়গায় জায়গায় হাঁটু পানি জমে যায়। তৈরি হয় তীব্র যানজট।
সেইসঙ্গে সড়কগুলোয় ফ্লাইওভারের কাজ চলায় আর ড্রেনেজ ব্যবস্থা ভালো না হওয়ায় সাধারণ মানুষকে পড়তে হয় বেশ বেকায়দায়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: