মমতা ব্যানার্জির ঘনিষ্ট হিসেবে পরিচিত অনুব্রত মন্ডলকে অবশেষে আটক করেছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী। রাজ্যটির গত নির্বাচনে ‘খেলা হবে’ স্লোগান তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনার জন্ম দিয়েছিলেন তিনি।
বৃহস্পতিবার (১১ আগস্ট) ভারতীয় গণমাধ্যম আনন্দ বাজারের প্রতিবেদনে বলা হয়েছে, অনুব্রতর বিরুদ্ধে গরুপাচার মামলায় তদন্তে অসহযোগিতার অভিযোগ আনা হয়েছে। এর আগে কয়েক দফায় তাকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েও ব্যর্থ হয় দেশটির কেন্দ্রীয় বাহিনী। প্রতিবারই অসুস্থতার অজুহাতে কেন্দ্রীয় বাহিনীর সমন এড়িয়ে যান।
অনুব্রতকে গাড়িতে তুলে দুর্গাপুরে সিবিআইয়ের ক্যাম্প অফিসে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।
বৃহস্পতিবার সকাল ১০টার কিছুক্ষণ আগে অনুব্রতর নীচুপট্টির বাড়িতে পৌঁছন সিবিআই কর্মকর্তারা। সঙ্গে কেন্দ্রীয় বাহিনী ছিল। বাড়িতে ঢুকে বাড়ির সব দরজায় তালা মেরে দেয় পুলিশ। নিয়ে নেওয়া হয় বাড়ির সবার মোবাইল ফোন। পরিস্থিতি এমন হয় যে, অনুব্রতর দেহরক্ষীরা পর্যন্ত বাড়িতে ঢুকতে পারছিলেন না। পরে অবশ্য তার দেহরক্ষীদের প্রধানকে ঢুকতে দেওয়া হয়।
ঘণ্টাখানেক পর অনুব্রতকে বাড়ি থেকে বের করা হয়। বসানো হয় সিবিআইয়ের গাড়িতে।