সিঙ্গাপুরের এমআরটি স্টেশনে প্রায় অর্ধলাখ টাকা হারিয়ে দুশ্চিন্তায় পড়া বাংলাদেশি প্রবাসীকে স্বস্তি উপহার দিয়েছেন দেশটির এক পরিচ্ছন্নতাকর্মী। তাজুল নামের ওই প্রবাসীর কোম্পানির সঙ্গে যোগাযোগ করে মানিব্যাগের টাকা, ড্রাইভিং লাইসেন্সসহ সবকিছু বুঝিয়ে দেন ওই ব্যক্তি।
সিঙ্গাপুরের স্থানীয় গণমাধ্যম স্ট্রেইট টাইমসের একটি ফিচারে সোমবার (২৫ জুলাই) তাজুল এবং ওই পরিচ্ছন্নতাকর্মীকে নিয়ে এসব তথ্য জানানো হয়েছে।
স্ট্রেইট টাইমস লিখেছে, ‘কয়েক দিন আগে তাজুল টাকা এবং প্রয়োজনীয় কাগজপত্র হারিয়ে অঝোরে কান্নাকাটি করেন। হঠাৎ হারানো ব্যাগ ফিরে পেয়ে তিনি আকাশ থেকে পড়েন।’
তাজুল স্ট্রেইট টাইমসকে বলেন, ‘আমি ভাবতেই পারিনি এভাবে টাকা আর ড্রাইভিং লাইসেন্স ফেরত পাবো। আঙ্কেল এতটাই ভালো মানুষ যে আমার থেকে এক কাপ কফির অর্থও নিতে রাজি হননি।’
২৮ বছর বয়সী তাজুল পেশায় গাড়িচালক। তিনি জানান, জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে দুপুরের খাবার খেয়ে এমআরটি স্টেশনের বি গেট দিয়ে বেরিয়ে যান। গাড়িতে থাকা কিছু ময়লা পরিষ্কার করে শুধু ফোন আর একটি ব্যাগ নিয়ে কোম্পানির অফিসে প্রবেশ করেন।
বিকেল তিনটার দিকে তার মানিব্যাগের কথা স্মরণে আসে। তখন তড়িঘড়ি করে স্টেশনে এসে মানিব্যাগ না পেয়ে কাঁদতে থাকেন।
তাজুল বলেন, ‘সাত বছর ধরে আমি সিঙ্গাপুরে কাজ করছি। কখনো আমার সঙ্গে এমন ঘটনা ঘটেনি। মানিব্যাগে ধার করা টাকা ছিল। তাছাড়া ড্রাইভিং লাইসেন্স না পেলে চাকরি চলে যেতো। ’
তাজুলের মানিব্যাগে কোনো ফোন নম্বর ছিল না। কিন্তু কোম্পানির ঠিকানা ছিল। তা দেখেই ওই পরিচ্ছন্নতাকর্মী তাজুলের বস মিস্টার লিকে ফোন করেন।
একদিন বাদে তাজুল স্টেশনে গিয়ে ব্যাগ হাতে পেয়ে বয়স্ক লোকটিকে জড়িয়ে ধরেন। এ সময় তিনি কিছু একটা উপহার দিতে চাইলে পরিচ্ছন্নতাকর্মী অপরাগতা প্রকাশ করে তাজুলকে ‘বন্ধু’ ডাকেন।