ইসরায়েলি বিমান হামলায় সিরিয়ার ৩ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭ জন। শুক্রবার (২২ জুলাই) ভোরে সিরিয়ার দামেস্কের কাছে এ ঘটনা ঘটে।
সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আলজাজিরা এ তথ্য জানিয়েছে।
তবে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়ার মনিটর জানিয়েছে, ইসরায়েলি হামলায় আরও ৩ জন নিহত হয়েছেন এবং ১০ জন আহত হয়েছেন।
উল্লেখ্য, ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল শত শত বিমান হামলা চালিয়েছে সিরিয়ায়। অধিকাংশ ক্ষেত্রেই ইসরায়েল এসব হামলার দায় স্বীকার করত না। তবে দেশটি শত শত অভিযান চালানোর কথা স্বীকার করেছে। সূত্র : আলজাজিরা
দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: