ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের নেতৃত্বাধীন সরকার থেকে পদত্যাগ করছেন একের পর এক মন্ত্রী ও সরকার বিষয়ক উচ্চপদস্থ কর্মকর্তারা। এতে পদত্যাগের চাপ বাড়লেও আগাম নির্বাচনের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন বরিস।
ফরাসি বার্তা সংস্থা এএফপির বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এ খবর জানিয়েছে, বুধবার (৬ জুলাই) বিরোধী দল লেবার পার্টির আগাম নির্বাচনের দাবি প্রত্যাখ্যান করেছেন বরিস জনসন।
ব্রিটিশ এমপিদের একটি কমিটিকে জনসন বলেন, ‘আমি মনে করি না দেশের কেউ চায় না রাজনীতিকরা এখন একটি নির্বাচনে জড়িয়ে পড়ুন।’
তিনি আরও বলেন, ‘আমার মনে হয় আমাদের উচিত ভোটারদের সেবাদানে মনোযোগী হওয়া। তাদের প্রয়োজনীয় ইস্যুগুলো সমাধান করা।’
ব্রিটিশ সরকারে পদত্যাগের হিড়িক পড়ে গেছে। ৩০ জনের বেশি নেতা পদত্যাগ করেছেন। পদত্যাগী মন্ত্রী ও জুনিয়র মন্ত্রীরা বলছেন জনসন শাসন করার উপযুক্ত নন। কিন্তু জনসন বলেছেন, পার্লামেন্টে সাপ্তাহিক প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে তিনি লড়াই চালিয়ে যাবেন।