রাষ্ট্রীয় নাম পরিবর্তন করে ফেললো তুরস্ক। আন্তর্জাতিক পরিসরে দেশটি এখন থেকে 'তুর্কিয়ে' (Türkiye) নামে পরিচিত হবে। বর্তমানে এটি বিশ্বে 'টার্কি' হিসেবে পরিচিত। বাংলাদেশে যেটি তুরস্ক হিসেবে পরিচিত।
তুরস্কের কাছ থেকে আনুষ্ঠানিক এক আবেদনের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ 'তুর্কিয়ে' নামটি গ্রহণ করেছে।
বিবিসির এক প্রতিবেদন থেকে এ খবর জানা যায়।
জাতিসংঘের মুখপাত্র স্টেফানে দুজারিক বলেন, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভাসোগলুর কাছ থেকে মহাসচিব আন্তেনিও গুতেরেস বুধবার (১ জুন) একটি চিঠি পান। সেখানে তিনি Turkey নাম পরিবর্তন করে Türkiye করার অনুরোধ জানান।
জাতিসংঘের মুখপাত্র জানান, চিঠি পর নতুন নামের বিষয়টি কার্যকর করা হয়েছে।
এখন অন্য আন্তর্জাতিক সংস্থাগুলোতেও একই ধরনের পরিবর্তন আনতে অনুরোধ জানাবে তুরস্ক।
দেশের নাম পরিবর্তনের বিষয়টি অবশ্য বিশ্বে নতুন কোনো ঘটনা নয়। ২০২০ সালে ‘হল্যান্ড’ নামটি বাদ দিয়ে নেদারল্যান্ডস হিসেবে পরিচিত হয়। এর আগে গ্রিসের সঙ্গে বৈরিতার কারণে মেসিডোনিয়া তাদের নাম পরিবর্তন করে নর্থ মেসিডোনিয়া করে।
ইতিহাসে দেখা যায়, ইরান একসময় পার্সিয়া বা পারস্য হিসেবে পরিচিত ছিল। এক সময়কার ‘সিয়াম’ এখন থাইল্যান্ড এবং রোডেশিয়ার নাম পরিবর্তন হয়ে জিম্বাবুয়ে হয়েছে।