বাইরে গাড়ি রেখে গিয়েছিলেন নামাজ পড়তে। এসে দেখেন জানালার কাচ ভাঙা। নেই ল্যাপটপ, টাকা, মোবাইল। পাকিস্তানের করাচিস্থ বাংলাদেশ কনস্যুলেটের ফার্স্ট সেক্রেটারি মোহাম্মদ আতিকুর রহমান সম্প্রতি এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন দেশটিতে।
পাকিস্তানের ইংরেজি এবং উর্দু ভাষার বেসরকারি গণমাধ্যম এআরআই নিউজের প্রতিবেদন থেকে জানা গেছে, দক্ষিণ করাচি জেলার দারাখশান থানা এলাকায় কনস্যুলেটের ভাড়া করা গাড়ির কাচ ভেঙে অজ্ঞাত চোর জিনিসগুলো নিয়ে যায়।
পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, নাবিল আলী নামের এক ব্যক্তি বাংলাদেশি কনস্যুলেটের সঙ্গে চুক্তিতে গাড়ি চালান। গাড়ির নম্বর বিএফজে৩৯২। গেল মে মাসের শেষ দিকে আতিকুর রহমান ফেজ ৬-এর ৩২ নম্বর সড়কে গাড়ি পার্ক করে নামাজ পড়তে কোরআন অ্যাকাডেমিতে যান। এসে কাঁচ ভাঙা দেখেন। পরে চালক নাবিল বাদি হয়ে এফআইআর দায়ের করেন।
পাকিস্তানের পুলিশ জানিয়েছে, চোরকে শনাক্ত করতে তাদের দুটি টিম কাজ করছে।
বাংলাদেশ সরকারের ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী, আতিকুর রহমান দুই বছর আগে ডেপুটি হাইকমিশনে যোগ দেন।