যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম অঙ্গরাজ্য টেক্সাসের একটি প্রাথমিক বিদ্যালয়ে গুলি চালিয়ে ২১ জনকে হত্যা করেছে এক বন্দুকধারী। এর মধ্য ১৯ শিক্ষার্থী ও ২ শিক্ষক রয়েছে। ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও নিহত হয়েছেন বলে জানা গেছে। খবর সিএনএন'র
যুক্তরাষ্ট্র সম্প্রতি বন্দুক হামলার ঘটনা বেড়েই চলেছে। দেশটির অলাভজনক সংস্থা গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য বলছে, ২০২২ সালের ২৪ মে পর্যন্ত যুক্তরাষ্ট্রে অন্তত ২১২টি গোলাগুলি বা বন্দুক হামলার ঘটনা ঘটেছে।
এ ছাড়া সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, ২০১৯ থেকে ২০২০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র হামলায় নিহতের হার সার্বিকভাবে প্রায় ৩৫ শতাংশ বেড়েছে।
যুক্তরাষ্ট্রের স্কুলে এর আগে বেশ কয়েকবার বন্দুক হামলার ঘটনা ঘটেছে। তবে বিগত ১০ বছরে যেসব হামলা হয়েছে, সেগুলোর মধ্যে অন্যতম টেক্সাসের এই হামলা। এর আগে ২০১২ সালে কানেটিকাটের একটি স্কুলে হামলা চালানো হয়। ওই হামলায় ২০ শিশুসহ ২৬ জন নিহত হয়। নিহত ওই শিশুদের বয়স ছিলো ৫ থেকে ১০ বছরের মধ্যে।
এ ছাড়া ২০১৮ সালে ফ্লোরিডার একটি স্কুলে হামলার ঘটনা ঘটে। ওই হামলায় ১৭ শিক্ষার্থী ও শিক্ষক নিহত হন।